কোথায় তুমি? কোথায় তুমি? কোথায় তুমি?
তোমায় নিয়ে কবিতা লিখতে লিখতে আজ আমি কবি!
তোমায় শোনাতে না-পেরে আকাশে বাতাসে উড়িয়ে দিয়েছি সবই
পড়ে তুমি বুঝে নিও আমার অন্তরের কোনখানে তুমি।


কোথায় তুমি? কোথায় তুমি? কোথায় তুমি?
তোমায় না ভাবলে আমার আজও কাটেনা দিন কাটেনা রজনী!
সময় গুলো হয় চাতক ন্যায় অবহেলা অনাদর পথের ধূলোবালি
সেদিন ওঠেনা আকাশে চাঁদ, আলো ... ছড়ায়না রবি।


কোথায় তুমি? কোথায় তুমি? কোথায় তুমি?
ধরায় ...  তোমায় যদি নাই পাই আমি!
কূল কিনারা তবে পাবেনা কভু বিল হাওড় হ্রদ নদী
সমূদ্রের মাতাল ঢেউ ছোঁবে তবে পাহাড়ের চূড়া মরুভূমি।



বৃহস্পতিবার
২২ কার্ত্তিক, ১৪২১  
০৬ নভেম্বর, ২০১৪
১২ মহররম, ১৪৩৬


উত্তরা, ঢাকা