তোমরা মানলেও-  
আমি মানতে পারলামনা!
একথা ঠিক নয়-  
চাঁদ শুধু আকাশে ওঠে
জমিনে নামেনা!
- এই-তো চাঁদ;  
পরনে লাল নীল হলুদ শাড়ী
কপালে চিক চিক ম্যাচিং টিপ  
আমার সম্মুখেই পায়চারি,
উচাটান উচাটান ...
ক্ষণিকেই সাদা পরী-
পাখনা মেলে উড়াল দেয়
পাখনা ভেঙেই পড়ে ... ধড়াস করে,  
আমার ডান পাঁজরের পর!
ধুক ধুক সুখ বুক সুখ পায়রা
চাঁদে চাঁদে চাঁদ মিলে
মহা চাঁদ আঙিনা।



শুক্রবার
২৩ কার্ত্তিক, ১৪২১  
০৭ নভেম্বর, ২০১৪
১৩ মহররম, ১৪৩৬


উত্তরা, ঢাকা