ঠিক আছে ঠিক আছে, যা... যা...
আজ আর করবোনা মানা
তোরে আছে আমার চেনা
জানা আছে তোর দৌড়, কতদূর ...!
কতক্ষন থাকতে পারবি
তাও আমি ভাল করেই জানি,
সে কথা ভাবার আগেই
ফিরিয়ে দিলে অকস্মাৎ !
কি হয়েছে তোর? বলবি-তো আগে-
তারপর না হয় আর নাই নিলি,
এর আগেও এমন করেছিলি-
তখন কার দুঃসময় গিয়েছিলো- বল;
অন্য কারও, না তোর আর আমার?
তখন হুমড়ি দিয়ে কেঁদেছে কতটা রাত
হারিয়ে গিয়েছে কার কতগুলো সাধ?
কার চোখের নিচটায় ঝুলে গিয়েছিলো,
পড়েছিলো কালো দাগ!
তোর আর আমার, না- অন্য কারও
আর তুই এও ভাল করে জানিস
যা হারিয়ে যায়, তা স্বর্গই হারায়!


শনিবার
২৪ কার্ত্তিক, ১৪২১  
০৮ নভেম্বর, ২০১৪
১৪ মহররম, ১৪৩৬


উত্তরা, ঢাকা