তোমার যন্ত্রণা গুলো
এর চেয়ে বেশি আরও বেশি
যন্ত্রণা হয়না কেনো!
কেনো শুধু চিমটি কেটেই হও ক্ষান্ত
একটু রক্ত ঝরাতে ক্ষতি কি!
আমি ঠিক মতন পাইনা ব্যাথা!
আদরগুলো আরও- আরও বেশি ক্ষত-বিক্ষত, হোক স্হায়ী!
... ক্ষতি কি?
তোমার কথাগুলো এর চেয়ে বেশি- আরও বেশি
কঠিন থেকে কঠিনতর,
কঠিন শিলা নুড়ি পাথর হয়না কেনো-  
কেনো শুধু বলো ভালোবাসি!
আমি এতে ঠিক মতন তৃপ্ত হতে পারিনা?
আমার তো ভালোলাগে তোমার জন্য অপেক্ষা... অপেক্ষা,
অপেক্ষার... আষাঢ় শ্রাবণ ভাদ্র-
রাত জেগে প্রায়শ্চিত্ত!
যেনো মনে রাখতে পারি তোমায়, অনেক... অনেকদিন।
মন্ত্রের মতন ভালোবাসা মন্ত্রেই থাক,
এমন ভালোবাসা আমার ভালো লাগেনা।
আমার ভালোলাগে তোমার যন্ত্রণা,
কিছু কষ্ট, মেঘ, মেঘের আড়াল-  
তুমি আমায় বেদনা দাও আরও বেদনা ...
দাও আরও, অনেক ...  অনেক যন্ত্রণা!
যেনো মনে রাখতে পারি যুগ যুগ অযুত নিযুত...


রবিবার
২৫ কার্ত্তিক, ১৪২১  
০৯ নভেম্বর, ২০১৪
১৫ মহররম, ১৪৩৬


উত্তরা, ঢাকা