ভাবছি, অনেক... অনেক... দিন  
সেইদিন! তখন থেকেই ভাবছি-
কে আমার প্রিয় কবি?
আপাতত তোমাকেই বলছি!
হাজার কবিতা নয়?
তুমি হাজার কবির অভিভাবক
তোমার কাছে হয়না কবিতা চুরি
রয়না অপ্রকাশ্য!
ছাপাওনা কোনদিন নিজের নামে!
তোমার আসমানে কত বার্তা
কত কথা; বলা, না-বলা-
সন্ধ্যায় জোনাকি, আঁধার রাতের চাঁদ
তোমার ডালাপালা মগডালে দোল খায়-
কত অঙ্কুর নাফোঁটাকলি-কলি, অফুল হয় ফুল।
তুমি কাণ্ডারি, কত কবির ভোরের পাখি
হয়ত তাকে আমরা চিনিনা আজও!
তোমার কাছে কেউ নয় নগণ্য।
তোমার আঙিনায় খেলা করে;
অযুত নিযুত লক্ষ কোটি গ্রহ নক্ষত্র
তুমি উন্মুক্ত- তুমি মহান- তুমি পল্লব!!!



সোমবার
২৬ কার্ত্তিক, ১৪২১  
১০ নভেম্বর, ২০১৪
১৬ মহররম, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ