আমি তোমার সেই প্রেমিকা
যেমন তুমি নিঁখাদ, সূক্ষ্ণ-
তুমি আসতে চেয়ে যদি ঠিক সময় না এসো
আমি তবে বসে থাকবোনা অন্যের মতন
পায়চারি করে অযথা হত্যা করবোনা সময়
আমি এগুবো ... এগুবো তোমার পথে
দেরি নয় একটা মুহূর্ত;
যে পথে আসো তুমি প্রতিনিয়ত-
পথিমধ্যে তোমার কি কোনো বিপদ!
হঠাৎ কোনো অসুখ করলোনা তো-
না অন্য কিছু?
আমি খুঁজতে খুঁজতে হাজির হবো তোমার নিবাস পর্যন্ত।
সংশয় কিসে, কিসে লজ্জা!
তুমি তো আমায় ভালোবাসো অগাধ,
আর আমি?
সে না হয় আর আজ নাই বললাম।
... লুকোচুরি!
সে আমার পছন্দ নয় কখনোই
তুমি তা ভালো করেই জানো আগে থেকেই!
আর ভোলো নাই নিশ্চয়ই! আমি কি?
আমি জনসমুদ্রে গলা ফেটে বলতে পারি;
আমি... ... তোমায়, তুমিও আমায়।


মঙ্গলবার
২৭ কার্ত্তিক, ১৪২১  
১১ নভেম্বর, ২০১৪
১৭ মহররম, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ