কি নাছোড়বান্দা!
আর কখনও এমনটি দেখিনি তোমায়
হঠাৎ আজ কি অশুদ্ধ হলো-
পথ আগলে রেখেছো; সেই কখন থেকে?
এক কদমও এগুতে দিচ্ছনা!
কি হয়েছে তা বলবে তো আগে?
জবান নিয়েই ছাড়বে তবে আজ!
আমি কি বলতে পারি- তুমিই বলো?
তোমার আমার অজানা নেই কিছুই!
কেনো বোঝোনা; তেলে জলে হয়না মিশ
আকাশ কখনও ছোঁয়না মাটি
দিনের আলোতে চাঁদ বরাবরই নিরুপায়
যদিও তা পূর্ণিমার আগের পরের দিন।
আজও আমার পা থেকে সরে নাই কাদা
সরিষা ক্ষেতে দিতে পারিনি সার,  
আখের জমিতে চাষ  
বোনা হয়নি গেন্দার বীজ।
তবে কি করে বলি;
তোমার জন্য প্রস্তত আমার আবাস!


শুক্রবার
৩০ কার্ত্তিক, ১৪২১  
১৪ নভেম্বর, ২০১৪
২০ মহররম, ১৪৩৬


উত্তরা, ঢাকা