তোর মন যখন
আমায় ভাবে-
মোর মন তখন
অমনি কাঁদে-
কোন শক্তি আছে
মোরে ঘরে রাখে?


তারারা উড়ে এসে
মেঘের পরে বসে
আসর মজমা মজে
হৃদয় রয়না হৃদয়ে।
নদীর উথালা ঢেউ
টগবগ টগবগ করে
খুশির বান আনে।


বিরহ কষ্ট দুঃখগুলো
সুখের হাওয়ায় ভাসে
জৌলস দোল দোল
অবিরত দোলনায় দোলে,
কাক কুহু কুহু সাধে
চুয়ে চুয়ে বসন্ত হাসে।


বৃহস্পতিবার
০৬ অগ্রহায়ণ, ১৪২১  
২০ নভেম্বর, ২০১৪
২৬ মহররম, ১৪৩৬


উত্তরা, ঢাকা