কোনো কিছুতেই বসছেনা মন
মেনে নিতে পারছিনা এ কি গুঞ্জন
মুখে মুখে ভাসছে যে উন্নয়ন;
গোটা কয়েক দালালের ঘরে ঘরে
রাতকে দিন, দিনকে রাত বনে
আকাশ ছুঁই ছুঁই এই বুঝি-
চাঁদের বুক ছুঁইতে নাই দেরি।
আদতে সুখের অনলে দুঃখের বাড়ি
শুধু প্রচার প্রসারেই অপ্রতিদ্বন্দী
নিজের কবর জেনেশুনে নিজেই খুঁরছি
অন্যের ফাঁদের জন্য যা কিছু করছি
তা কি কখনও ভেবে দেখেছি!
নিজের ওপর অর্পিত, কতদিন বাকি?
পায়ের তলায় যে নাই মাটি!
পুরাটাই কাদামাটি চোরাবালি
নিজের গলার রশি নিজেই ঝুলে রাখছি,
সত্যকে চাপা দিয়ে মিথ্যের খুঁনসুটি
পার পাওয়া যায়না তেলেসমাতি-
ক্ষনিকের বাহাদুরি, অচল সিকি।


রবিবার
১৬ অগ্রহায়ণ, ১৪২১  
৩০ নভেম্বর, ২০১৪
০৬ সফর, ১৪৩৬


সাতার পাড়া, গাইবান্ধা