আজ তোমার দোলার দিন
দোলো আরও দোলো
কতো দুলতে পারো
ভাসো আরও ভাসো
কতো ভাসতে পারো
ভাসতে ভাসতে আকাশে উড়ো
সীমানা ছাড়িয়ে হাসো
কতো হাসতে  পারো
হাসতে হাসতে কাদো
সুখের উল্লাসে উৎফুল্ল
চাঁদের উল্টা পৃষ্ঠে রোদালো
শীত বর্ষা বসন্ত
দিক বিদিক পুষ্পমাল্য
নিজেতে লুকানো ছিলো
আজ মহানান্দে দোলো


বুধবার
১৯ অগ্রহায়ণ, ১৪২১  
০৩ ডিসেম্বর, ২০১৪
০৯ সফর, ১৪৩৬


সাতারপাড়া, পলাশ বাড়ি, গাইবান্ধা