তুমি থাকলে সাথে-
আমার আর কি লাগে
দুঃখ পালায় অচিনপুরে,
কষ্ট বিলিন হয়ে...
প্রজাপতি ডানা মেলে
তারাদের পাশে।


তুমি থাকলে সাথে-
সুখ সুবাস সুরে সুরে,
চিন চিন ব্যথা বুকে-
গুন... গুন গান ধরে,
আউলা বাউলা বাতাসে
সুশীতল শান্তি ভাসে,
চৈত্রের খরা রৌদ্রকে-
ঠেলে দেয় জম ফাটলে।


তুমি থাকলে সাথে-
ভয় নাই আর কিছুতে,  
ভেদ করবো অভেদ্যকে
বোবাও কথা বলবে!  
ফুল ফোটবে পাথরে-
গাছ ভরবে সুস্বাদু ফলে।


সোমবার
২৪ অগ্রহায়ণ, ১৪২১  
০৮ ডিসেম্বর, ২০১৪
১৪ সফর, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ