জোছনা ভরা রাতে চাঁদ হাসেনা সাথে
আলো আঁধার ধোঁয়া ধোঁয়া নানান রংয়ের জালে
তারারাও রয়েছে মুখ ঢেকে তোমার অনুপস্হিতির কারনে!
মেঘের কোলে মেঘ ভেসেছে ওই দুরের দেশের পিঠে।


আজ স্রোতের প্রতিকুলে পাল তোলা নাও বিপাকে  
হঠাৎ ঘূর্ণিঝড় হলে জোনাক জ্বলার প্রাক্বালে-  
ঘন কুয়াশায় থেমে দিলে সুখ-ফেরী যখন মাঝ পথে,
তুমি না আসলে অভিমান কভূ ভাঙবেনা! রবি রবেই ডুবে।


আজ দুপুর ভরা অগ্নি কুন্ড মরুর তাপ উত্তাপে ...  
তুষের ভেতর জ্বলছো নিজেও! আমায় ক্ষণিক জ্বলে  
মেঘের কোলে মিশে ভরাও আঁধার জোছনাকে,
সুবাস ছড়াও ক্ষত বিক্ষতে তপ্ত দগ্ধ হাস্নাহেনার শহরে।



শুক্রবার
২৮ অগ্রহায়ণ, ১৪২১  
১২ ডিসেম্বর, ২০১৪
১৮ সফর, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ