নাচতে চাইলে আসো
কতো রকম জানো?
এই- ভাবে দেখো-
ড্রিম- ড্রিম- আলো!
মনটা আলগা করো
ভাঁজে ভাঁজে ধরো


ডানে বামে তোলো-
প্রাণ খুলে ঢালো...
চোখে চোখ রাখো,
উঞ্চ হাওয়ায় মেলো
হাসো আরো হাসো-
দেওয়াল ফেটে গেলো।


হেলে দুলে দোলো
কতো রকম জানো?
আমার কোলে আসো
পৃথিবী এখন মুঠো!
যদি বলতে না পারো-
দুষ্টামি অনেক করো!


এই কাধে হাত রাখো
তালে তালে ভাসো-
ইচ্ছে মতন উড়ো...
গলায় গলায় বলো
তুমি কতো ভালো!
আবার কিন্তু এসো...



রবিবার
৩০ অগ্রহায়ণ, ১৪২১  
১৪ ডিসেম্বর, ২০১৪
২০ সফর, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ