আমি তো চলেই যাবো, সবকিছু ছেড়ে!
কোনদিন কোন ক্ষণ কেউ জানিনা?
যাওয়ার আগে ঠিক ঠিক পরিস্কার করতে পারি যেনো;  
আমার ভুল ত্রুটি লোভ পাপ আবর্জনা মলমূত্র
ধুয়ে মূছে ফেলি যেনো পৃথিবী থেকে-
রাখি যেনো পরিপাটি সাজিয়ে গুছিয়ে
একটু পরে যে শিশুটি ভূমিষ্ঠ হবে তার জন্যে।


সে যেনো নিঃশ্বাস নিতে পারে বুক ভরে
কলুষিত হাওয়া যেনো ছোঁয়না তার নির্মল চুল
খাল বিল পুকুরের পানিও করে যাবো স্বচ্ছ!
অকালে নদী হারায়না যেনো নাব্যতা-
আকাশের তারাগুলো করে যেনো জলমল উজ্জল।

আমার মনের ভেতরের চাপা ক্ষোভের ছায়াগুলোর
কোনো আচর ফেলেনা যেনো ওদের ওপর,
গিনিপিগ হায়েনাদের করে যাবো নির্বংশ
একটা কটিকাও যেনো রয়না পৃথিবীতে,  
আর একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে-
তেলাপোকা বিচ্ছুর তো প্রশ্নই আসেনা!


সে কেনো নেবে আমার পাপের বোঝার ভাড়
সকল শিশুই জন্মায় নিষ্পাপ হয়ে-
লা-ইলাহা ইল্লাল-লাহু বলে
সমস্মরে বলেছি সকলে লাহু মাহফুজে; কালু বালা!  
ভেদাভেদ পরে হিন্দু খ্রীষ্টান বৌদ্ধ মুসলমান
মা ম্যাম মাদার উম্মন।
তাই আজানের ধ্বণিতে
জানানো হয় ভূমিষ্ঠকে
স্বাগত তোমায় মুসলমান ঘরে।



বুধবার
১০ পৌষ, ১৪২১  
২৪ ডিসেম্বর, ২০১৪
০১ রবিউল আউয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ