তুই বলিস সেকেলে
আমি খুব শান্ত মেয়ে
ভাঁজা মাছটাও পারিনা উল্টাতে!
ছোঁয়াটা কেমন লাগে!
রাঙা ঠোঁটটা জ্বলে?
আমায় তোর এই বুকে-
আগলে রাখবি আপন করে
জনম জনম ভরে,
যাবোনা কভু তোরে ছেড়ে
সুখ ভেবে নেবো তবে
ভুল করে দুঃখ দিলে-
ছাতা ধরবি বর্ষা এলে।


দু’জনে যাবো হারিয়ে
অচিন দেশে ......
কখোনো ভাসতে ভাসতে
সুখ সমূদ্র সৈকতে!
পর্বত মালার গহীনে-
ওই নীল-নীলিমাতে।


তুই দুষ্ট বললে-
আমার খুশিগুলো আস্কারা পাবে!!!


রবিবার
১৪ পৌষ, ১৪২১  
২৮ ডিসেম্বর, ২০১৪
০৫ রবিউল আউয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ