কোথায় হারিয়ে গেলো সেই দিনগুলো
যেখানে অভাবেও অমেঘ অপ্রতুল সুখ ছিলো
ভোরের পাখির কিচির মিচির, রাতে ডাহুকের ডাক
হ্যারিকেন বলরাম হাতে বোছা দাফাদারের এপাড়া ওপাড়া হাক,
কাকের কা-কা উৎপাত, চিলের ভয়!
কখন হাঁস-মুরগির ছানা ছোঁ দিয়ে লয়ে যায়।


পাড়ার সকলে মিলে খেকশিয়ালের পিছে তাড়া
এগাছ ওগাছ ছুটাছুটি কাঁচামিঠা আম পাড়া
আর ঘুঘু বাবুইয়ের ডিম খোঁজা।


বাড়ির কাছে যদিও ছিলোনা নদী, ছিলো স্রোত ধারা নালা
হরহামেষেই ধরা পড়তো সেথায় কত মাছ অচেনা!
সকলে মিলে হই-হুল্লোড় দুপুর গড়িয়ে কখন যে হয়েছে সন্ধ্যা।


গুজব ছড়াতো আমোদ প্রমোদরা-
বাড়্যাভিটার আড়ায় পাটের ক্ষেতের পাশে বাঘছানার আনাগোনা
দু’চার গাঁয়ের সকলকে একত্রে মাতিয়ে রাখা,
সাপ-বেজীর লড়াই উপভোগ সাঁতের গামছা ফেলা।


আগের মতন আজ আর চোখে পড়েনা হুতুম পেঁচা-
কাঠবিড়ালি কাঠঠোকরা দোয়েল কাকাতুয়া টিয়া শ্যামা।



মঙ্গলবার
১৬ পৌষ, ১৪২১  
৩০ ডিসেম্বর, ২০১৪
০৭ রবিউল আউয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ