আমার আর আমায় নিয়ে ভাববার ফুসরত কোথায়
আমার ব্যাতিব্যস্ত সারাক্ষন যতো ভাবনা বাসনা শুধু তোমায় ঘিরে
কি তোমার পছন্দ অপছন্দ কোনটা বেশী প্রিয়।
প্রত্যুষে ঘুম থেকে ওঠা; ওজু, নামাজ, তসবিহ কোরাণ পাঠ
খালি পেটে দু’গ্লাস পানি পান, খালি পায়ে হাঁটাহাঁটি এপ্রান্ত-ওপ্রান্ত
যদিও আকড়ে ধরে আলসে বিছানা ছাড়তে ইচ্ছে করেনা তোমায়।
অতঃপর নাস্তার টেবিল; কুসুম ছাড়া মামলেট
গমের আটার অসিদ্ধ রুটি আদার র-টি
দুপুরে ভ্যাজিটেবল ছোট মাছ পেপে লাউ –তেল ছাড়া সবকিছু-
ঝোল ছাড়া গোস অতিরিক্ত একপিস, খালি পেটে শসা যখন তখন
রাতে বেশী কিছু নয় যথেষ্ট দু’একটা চাপাতি।
বয়সের ভাড়ে অনেক কিছুই পাল্টায়...
অথচ তোমার আমার আকাঙ্ক্ষা ? সেই আগের মতন! বদলাবে আর কবে ?
তুমি পাশে না থাকলে ঘুমটা এপাশ ওপাশ ছাড়া ছাড়া কেমন যেনো,
কোনোদিন পছন্দ তোমার ডোরাকাটা নীল শাড়ি
ছোট্ট বিন্দু বিন্দু কপালে আবছা আবছা হরেক রকম টিপ
আবার কখোনো বলো ম্যাজেন্ডাটা আজ
শুক্রবার পড়িও গোলাপিটা, বরাবর ভালোবাসো স্যালোয়ার কামিজ  
খোপায় রজনীগন্ধা, গোলাপ, হাতে বকুল, গলায় ঝিনুকবালা
এসব করতে করতেই, তোমার পছন্দ সামাল দিতেই- আমার বারোটা!
কখন যে পার হয়ে যায় সময়! আমার আর আমায় নিয়ে ভাববার ফুসরত কোথায়!
তারপর আবার সেই চিরাচরিত সকাল বেলা তোমার অফিস শুরু-
পকেটে কলমটা নিয়েছো কিনা, মানি ব্যাগ, চশমা, জুতার কালি ফিতা
আর আমার পছন্দের এক এক দিন এক একটা টাইয়ের বাঁধন আমার ছোয়ায় তোমার শার্টের কোঠায়
অতঃপর দরোজায় দাঁড়িয়ে আমার হাত নাড়া, তোমার সায়, তাড়াতাড়ি ফেরার আশ্বাস...