সব- সব, আমার সবকিছু ভেস্তে যায়
যখন তোমার চাঁদ মুখটায়
অমাবশ্যার ছটা-
মেঘের ছায়া ঢাকতে চায় তোমার মিষ্টি হাসি!
পুরুষের এমন বড্ড বেমানান।


তুমি থাকবে সদা চঞ্চল উচ্ছ্বল অদম্য
চলতি পথে ভাঙতে পারো শতবার
তবুও মচকেবেনা একবারও-
তুমি থাকবে সবার গোচরে হাস্যজ্জল,
সকলে তোমাতে ফিরে পাবে হারানো প্রতিভা
তোমার ছোঁয়ায় ফুটবে আমার অফোটা কলি
উৎকণ্ঠিত জনগন উৎফুল্ল উৎসুক!
উন্মাদনা পৌঁছবে স্ব-গৌরবে বসুন্ধরায়।


সব- সব, আমার সবকিছু ফুল হয়
যখন তোমার মুখটায় চাঁদ স্থির রয়।



মঙ্গলবার
২৩ পৌষ, ১৪২১  
০৬ জানুয়ারি, ২০১৫
১৪ রবিউল আউয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ