এ দেশ তোমার এ দেশ আমার
নয় কারো একার! আপামর সকলের।
এ দেশ চাষার এ দেশ দিন মজুরের
কুলি ঝাড়ুদার কামার কুমারের
ইচ্ছে মোদের বিশ্ব জয়ের।


এ দেশ অনাথ-অসহায়ের দামাল-তমালের
প্রতিবন্ধকতা তোমাদের; রাজনৈতিক অস্হির!
কি বিরোধী কি সরকার! ভাব তোমরা নিজেদের
পৈত্রিক সম্পত্তি চৌদ্দ-পুরূষের
তোমরা কেউই নও উদার!


হিতাকাঙ্ক্ষী নও দেশের দশের
তোমরা অন্ধ শুধু ক্ষমতার?
পুড়ে ছারখার! তবু তোমাদের দরকার
ক্ষমতা আর ক্ষমতার!
এ দেশ শহীদ গাজীর এ দেশ বীরঙ্গাণার।


মুক্তিযুদ্ধের চেতনায় হও তোমরা প্রলুদ্ধ
অন্ধকারকে কর আলোয় আলোকিত
এ দেশ তোমার এ দেশ আমার-
ক্ষমতা দেবতা নয়, গণতন্ত্রকে মুক্তি দাও
অবরোধ অবরুদ্ধ নয় দেশবাসীকে শান্তি দাও।



রবিবার
২৮ পৌষ, ১৪২১  
১১ জানুয়ারি, ২০১৫
১৯ রবিউল আউয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ