কাপুরুষতা কি পেয়ে বসল আমায়?
না- আমিই ডেকে আনলাম তারে আমার আঙিনায়
পাতাল পুরীরেরও থাকে একটা সীমানা,
ভূমিকম্পের মাত্রা!
হয়ত তাও করেছি অতিক্রম
হোক তা আগামীর সফলতা ব্যর্থতা?
অস্তিত্ব!
আপাততঃ কল্পনাতীত-
সেটাও আমার উঠানে,
তবুও কোথায় যেন আচমকা অপেক্ষায় একটা আঁধার
কপাট খুললে বিদ্রোহী সখা কোথায় যায় না যায়!
জোর জবরদস্তি কবুল, কাবিননামা
জাঁক জমক জমকালো অনুষ্ঠানও
হয়ত চাকচিক্য সংসার! তাও-
তবে বাসর অমৌলিক!
মোড় নিতে পারে যখন তখন
অস্বাভাবিক কিছু নয় আত্নঘাতি
উভচরের পতন, ডাহা সর্বনাশ;
ডাঙ্গায় বন্যা, পলি এঁটেলে মরুভূমি।



মঙ্গলবার
৩০ পৌষ, ১৪২১  
১৩ জানুয়ারি, ২০১৫
২১ রবিউল আউয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ