ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ
তবুও অগাধ বিশ্বাস
বিদ্বেষও হয় সুপ্রিয়,
নর্দমাতে বাড়ে বটগাছ
ছায়া দেয় অতঃপর;
পথিকের শান্তি প্রশান্তি।


সেথায় জন্মে পরগাছা
দিনে দিনে বাড়ে লতাপাতা
সন্তান সন্ততি নাতি পুতি
বিস্তর পাড়া-গাঁ শহর,
গড়ে ওঠে ডোবা-চরেও
হাইরাইজ বসতি।


কাঠুরের ঘরে লালন পালন;
রাজকুমার রাজকুমারি,
ফেরাউনের প্রাসাদে-
নিরাপদাশ্রয়ে মুসা নবী।


তেমনি আমিও একদিন
ঠিকই জিইয়ে উঠব!
আমার ন্যায়ের পাল্লায়
ঠিকই পরিমাপ করব;
আজকের আচার আচরণ
বৈরী আবহাওয়া।



মঙ্গলবার
০৭ মাঘ, ১৪২১  
২০ জানুয়ারি, ২০১৫
২৮ রবিউল আউয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ