কবিতাদের দুর্দিন
কষ্টে কাটে রাত ভর,
ভোর পায়না কিরনের দেখা
চাঁদ ছুঁতে না ছুঁতেই অমাবশ্যা ।
আলো বরাবরই দুরে দুরে
জামদানি ভাবনার বাহির
সুখ-স্বপ্নও হাতের নাগাল,
দোয়েল শ্যামার সইছেনা খরা
হাসপাস হাসপাস আড়াল ।
কারো আখের গোছানোই যেনো মুখ্য
তালবাহানা, এপিঠ ওপিঠ
নানান ছলনায় হাতড়িয়ে নেয়
নিংড়ানো ভালবাসা -
অনুতপ্ত অনুশোচনার উদ্ভব
পাঠকরাও উদাসিন কুঞ্জুস !