১)
য়্যাঁ_য়্যাঁ _য়্যাঁ, চুল এনে দাও
আমার চুল এনে দাও।
কে বলছে এমন করে কাটতে?
স্কুলের সবাই পঁচা বলবে!
এতদিন ভাবছি... আব্বু ভালো।
আব্বু পঁচা! আম্মুই ভালো।


২)
কম বয়সে বড় চুলে
দেখতে যেমন পঁচা লাগে
শরীর স্বাস্থ্য ভেংগে পড়ে
খেলতে তাই মন্দ লাগে।


৩)
হাসি খুশি থাকব সবে
একে মোরা অন্যের হয়ে
ভাই বোন সকল খানে
মাঠ, ক্লাস কিংবা বাইরে।


৪)
ফড়িং তুমি যাও কোথায়?
নেবে আমায় তোমার পাখায়
নীল আকাশে যাবে উড়ে-
আলো ছড়াবো পৃথিবী জুড়ে।


৫)
দাদা দাদীর সাদা অংশ
নাতি নাতনির কুসুম
এই নিয়ে রোজ সকালে
আন্ডা খাওয়ার ধুম।


০৪ চৈত্র, ১৪২১
১৮ মার্চ, ২০১৫
২৬ জমাদিউল আউয়াল, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ