১)
ভালোবাসো; অর্থ, ঐশ্বর্য!
তাই পাঠালাম-
আমার সাক্ষাৎ জুটলনা।


২)
বিশ্বাস অবিশ্বাস তোমার
ছলনার আশ্রয় নেইনি,  
মিথ্যের কাছে মাথা নত!
নাক-গর্দান গেলে যাক।


৩)
আমি আমাকে যতটা চিনি
তোমরা তার কিঞ্চিত চেনোনা
অমূলক কোন কিছু বলোনা,
টানবে; নিজের গলার রশি।


৪)
শিকল দিয়ে বেঁধে রাখলেও
পিছলে যায় সুনির্দিষ্ট প্রাপ্তি
থাকতে হয় নিয়তির অনুমতি।