তোমার ওই হাসি ঝরতে- কী থামে গো
কাকে করছ লালন- এত যতন!
তোমার কোন কোঠায় তার বসবাস
শ্লোক বরণ যেন- আমার মরণ।
  
কাকাতুয়ার ডাক কী শুনতে পাওনা কখন
দু’নয়নে শুধু যে তোমার গঠন,
ঘাঘটের জল শুকায় কতবার যখন তখন
হঠাৎ মাঝ-পথ খাঁ-খাঁ মরুচর।


শীতের পাখিরাও গড়েনা সেথায় আবাসন
আকস্মিক ঢল করতে পারে হরণ,
টালমাটাল টালমাটাল আমার যুগল চরণ
তোমায় বলা হয়নি আজও এখন।



১৬ বৈশাখ, ১৪২২
২৯ এপ্রিল, ২০১৫
০৯ রজব, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ