আড়ালেই হারিয়ে যাবো একদিন
নিজের অজান্তে-
কোথায় যাবো তাও নেই জানা
কোনো কিছুতেই বসছেনা মন
ছটফট ছটফট সারাক্ষণ,
তাকালেই দেখি অসদাচারণ
কেউ কাউকে মেনে নিতে পারছেনা
জটিল সব লক্ষণ করছে ভীড়
কোনো স্বপ্নই পাচ্ছেনা খুঁজে কিনারা।
বিধ্বস্ত পথ! কোন দিকে টার্ন ওভার
হাত বাড়ালেও আপদ!
বিপদে ফেলানোই যেনো বড় কৌশল
কাকে খুলে দেই মন-কথার দরজা?
হয়ত সেই ডেকে আনবে আজরাঈল
দাফন কাফন কবর।
বীভৎস, বিবস্ত্র আজ প্রতিটি মুহূর্ত।



রবিবার
২০ বৈশাখ, ১৪২২
০৩ মে, ২০১৫
১৩ রজব, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ