তোমরা যারা আজো দ্বিধা দ্বন্দ্বে আছো
এক আল্লাহতে আস্থা কম রাখো
তারা মহা-ভুলে দিনাতিপাত করছ
কার নেয়ামতে হাত-পা, জিহ্বা নাড়াচ্ছ!
মোমেন্ট পর কি হবে নিজের
তা কি কেউ কভূ আন্দাজ করতে পারো?


তোমরা যারা আজো দ্বিধা দ্বন্দ্বে আছো
কেয়ামত হবে কি- হবেনা, এমন মনে করছো
তারা কি ভুলে গেছো; ভূমিকম্প!
উপমহাদেশে কি শংকা নেমে এসেছিল
আর কিছুক্ষন থাকলে- কি হতে পারতো?


তোমরা যারা আজো দ্বিধা দ্বন্দ্বে আছো
পরকাল, পূনরুত্থান বলতে কিছু কি আছে!
এমনটা ভাবছ?
তারা মনে রেখো; কর্মের ফলাফল শিরধার্য,
তিঁনি যত দয়াবান, তার চেয়ে বেশি কঠোর।
লা ইলাহা ইল্লালাহতে পূর্ণ আস্থা রাখো।



বৃহস্পতিবার
২৪ বৈশাখ, ১৪২২
০৭ মে, ২০১৫
১৪ রজব, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ