কিছু যদি হয় ক্ষয়
তবু কোনো নয় ভয়
মেঘ কোণে লুকে নয়
ঝড়-বৃষ্টি তুচ্ছ! জয়!
তোর জন্য হৃদ সয়;
ক্ষত দগ্ধ লাভা লয়।
আর কারো পদ্ম নয়
এই ক্ষণে শুধু জয়!
তুই ছায়া, নেই ভয়
তোর মন সুর লয়;
মিছে মিছে পণ চায়!
ভুল বলে ফেলা দেয়
ফুল ভাবা নয় ন্যায়?
সব জন এক লণ
ফিরে ফিরে এক বন
তবু নয় ক্ষুন্ন মন
রাত্রি ধাত্রী এক জন।



১৫ জ্যৈষ্ঠ, ১৪২২
২৯ মে, ২০১৫
১০ শাবান, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ