রোযা কমায় পাপের বোঝা
আয়ু বাড়ায়- রহম তথা
করে শীতল মনের পাখা
ধনী গরীব উজাড় সেথা ।
চলো সবাই সহজ সোজা
কভূ দিওনা কাউকে ধোঁকা
তবে নিশ্চয় নিজেই বোকা
রোজ হাশরে হিসাব চোকা
পর আপন সমান সেথা ।
পার পাবেনা সহসা একা
দেখা দেবেনা রাসুলে খোদা
যদি জমেনা মনের ব্যথা
প্রেম পাগলে তপস্যা সদা ।
রোযা নামায যাকাত দ্বারা
শুদ্ধ আরও ঈমান শুদ্ধ
বুদ্ধু বিপদ আপদ রুদ্ধ ।


১০ আষাঢ়, ১৪২২
২৪ জুন, ২০১৫
০৬ রমজান, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ