নাইবা হলো আর বাকি পথ এক সাথে চলা
তবুও তোমার স্মৃতি আগলে রেখে সাঙ্গ হবে খেলা
তুমি ছিলে আমার রাঙা প্রভাত, ভোরের আকাশ
তুমি ছিলে আমার জীবনে হঠাৎ দমকা হাওয়া
তুমি ছিলে আমার খর স্রোতা নদী, দূর্বার গতি
সেই গতির ধারাবাহিকতায় বাকি সাগর দেবো পাড়ি।
তুমি ছিলে আমার বকুল তলা, কলমিলতা, হাস্নাহেনা
তুমি ছিলে আমার খরা রৌদ্রের সুশীতল হাওয়া
তুমি ছিলে আমার ভরা বর্ষায় পাল তোলা ভেলা
তুমি ছিলে আমার আঁধার রাতের ভরা পূর্ণিমা
সেই পূর্ণিমার আলোয় ঘুচবে সকল দবি দশা।
তুমি থাকবে শুধু আমারই হয়ে- আমার এই বুকে
তুমি থাকবে কোটি তারা হয়ে আমার আকাশ জুড়ে
তুমি থাকবে অমৃত; আমার পথের দিশারী হয়ে।



শুক্রবার
২৬ আষাঢ়, ১৪২২
১০ জুলাই, ২০১৫
২২ রমজান, ২০১৫


ভালুকা, ময়মনসিংহ