ঈদ মানে হাসি ঈদ মানে খুশি
ঈদ মানে রাত দিন ছুটি;
পাড়া প্রতিবেশী, বন্ধুর বাড়ি, ইচ্ছে ঘুড়ি-
জোনাকি, রাত জাগা নিশাচর, ভোরের পাখি।
ঈদ মানে খরচের খাতায় নয় কোনো কাঁচি
ঈদ মানে আতশ বাজি, মেহেদী!
সাজগোজ বাহারি শাড়ী কোর্তা শেরওয়ানি
হরেক রকম টুপি, ঈদ মানে সেলামী।

ঈদ মানে রাঁচি ঈদ মানে সাথী
ঈদ মানে কোলাকুলি!
ফল ফুল কুড়ি সবকিছু ভাগাভাগি,
ঈদ মানে অতীত ভুল-ত্রুটি ভুলি
হাতে হাত ধরে একসাথে পথ চলি।

ঈদ মানে তৃপ্তি ঈদ মানে শান্তি
ঈদ মানে নতুন আগামী- ভবিষ্যৎ গড়ি
মায়ের মমতায় দেশকে ভালোবাসি,
ঈদ মানে মিথ্যের বলী, সত্যের জয় ধ্বণি
ঈদ মানে পাপ মোচন, দোযখ হতে মুক্তি
জান্নাত হাতে নিয়ে মাঠ হতে ফিরি।



শনিবার
০৩ শ্রাবণ, ১৪২২
১৮ জুলাই, ২০১৫
০১ শাওয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ