আমি এমন সুখ চাইনা
যে-সুখের ভাগ বাটোয়ারায় সকলে নাই
সাধারণরা যেখানে বঞ্চিত, নির্যাতিত, নিস্পেসিত।


আমি এমন সুখ চাইনা
আমার বাহনের লাগাম টানবে হত দরিদ্র
আর আমি দুলে দুলে পাড়ি দেবো সমুদ্র।


আমি এমন সুখ চাইনা
আমার ইচ্ছেয় ঘটবে অন্যের পূজো
আর আমি ফতোয়া দিয়ে লুটবো বোকাচ অর্থ।


আমি এমন সুখ চাইনা
লাশের ওপর হেঁটে- আমার একমাত্র রাজত্ব,
আমার কাছে প্রজাদের সুখ-দুঃখ মুখ্য।



বৃহস্পতিবার
১৫ শ্রাবণ, ১৪২২
৩০ জুলাই, ২০১৫
১৩ শাওয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ