সে কেনো দোল খেলে আমার অবুঝ মনে
আমি তো দুলিনা তার মনে তার সনে
তার গাছে ফল পেকে টস টস করে  
তবু ডাকেনা আমায় খেতে
চাইলেও দেয়না, তাড়ায় স্টিক হাতে!
ছুঁইতে গেলে বলে এত সাহস কই পেলে?
কাঁচা হোক! পাকা হোক!
যেমন আছে তেমন থাক-  
দূর থেকেও তাঁকাবেনা আর এই দিকে।


সে কেনো ঢেউ তোলে আমার অবুঝ হৃদে
আমায় সাঁতার কাটতে দেয়না তার সাগরে
তবু কেনো পিছু ছাড়েনা জোয়ার ভাটা
ফিরে ফিরে শুধু তার সাথে দেখা!  


শিকড়- শিকড়, শিকড়ের বন্ধন
চাইলেই পারা যায়না করতে খন্ডন।



সোমবার
১৮ শ্রাবণ, ১৪২২
০৩ আগষ্ট, ২০১৫
১৭ শাওয়াল, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ