সেই থেকে তোমায় দেখছি দোঁআশ উর্বর পতিত
আরও এমন থাকলে তোমাতে গজাতে পারে আগাছা
তাতে বাড়বে ভিমরুল ঝাপটা ওকরা ধুতরার আড্ডা,
তাই ফেলতে চেয়েছি তোমার বুকে একটি বীজ
জন্মিবে; সবুজ সতেজ গম্বুজ।
তুমি করবে মুখরিত বাজার শহর নগর
আকাশ জুড়ে ছড়াবে শীতল সুবাস সৌরভ
আমি না-বলা অথৈ- ক্ষনে মরু।
তোমার প্রাপ্তি ঢের অনেক অনেক বেশী
তাই কাউকেই ঠাঁই দেওনি আজ অবধি।
জানিনা! তুমি হবে কিনা সোনায় সোহাগা
তবে এতটুকু ভরসা রাখতে পারো;
ঘন বর্ষা, উত্তরের পানি এলেও বন্যায় ভাসবেনা
খরা তাপ দাহে একা একা পুড়বেনা,
বজ্রপাতে পাবে আমায় সব সময় কাছে কাছে
এটেল বালি কঞ্চি যদি গ্রাস করে তবে একসাথে।



মঙ্গল বার
২৭ শ্রাবণ, ১৪২২
২৫ শাওয়াল, ১৪৩৬
১১ আগস্ট, ২০১৫


ভালুকা, ময়মনসিংহ