ফেইসবুকে বাটন চাপতেই প্রোফাইল দেখলাম তোমার-
কেমন আছো তুমি?
তোমার ছবিটা কি আজকের- না কিছু বছর আগের
ছাব্বিশ বছর আগে যখন তোমায় কলেজের নবীণ বরণে দেখেছিলাম
তুমি আজ তারও চেয়ে কত সুন্দর!
কপালে সেই লাল টিপ, ঠোঁটে লিপস্টিক
শেফালির নেকলেস বকুলের বেসলেট
গাঢ় নীল সবুজ বড় পাড় শাড়ি বরাবরই আমার যা লাইক
ব্লাউজটা হলুদ, তুলসী লম্বা চন্দন সিঁদুর।
ফ্রেন্ড রিকোয়েস্ট করোনি তাতে কী!
হার্টবিটে আঘাত বলবোনা; মন্দিরে টোকা দিলে ভুলে গেছি নাকি!
কোনো প্রত্যুত্তর কোনো কমেন্ট করবোনা
শুধু তোমায় এতটুকু বলতে পারি;
চাঁদ কি কখনো পারবে সূর্যের ঋণ শোধ করতে
যদিও চাঁদ ঘোর আঁধার রাতকে করে আলোকিত।



শনিবার
১৪ ভাদ্র, ১৪২২
২৯ আগস্ট, ২০১৫
১৩ জিলক্বদ, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ