এসব কি করছ গো সই
পান্তে ভাতে দই?
চিড়া মুড়ি মুড়কি খই!
দরকার নেই কিছুই।
চল কোথায় হারিয়ে যাই
এপাড়া-ওপাড়া, এঘাট-ওঘাট চই চই।
এস- দু’জনে একটা কলঙ্ক মাখি
তাড়িয়ে দেয় যেন সমাজপতি
অপরাধ; দু’জনের মনে একটা রশি।  
সাবস্ত্য; নির্জন বনে তুমি আর আমি
ঘাসফুল বনফুল বনস্পতি
শাপলা পদ্ম মাছরাঙা দীঘি,  
পৌষের মধুমাখা রোদ এক ফালি
আধোঘুম, মন খোঁচাখুঁচি;
গেলো রাতে আরো কথা হয়নি
তারাদের রেষারেষি।।


বৃহস্পতি বার
২৯ আশ্বিন, ১৪২২
০১ মহরম, ১৪৩৭
১৫ অক্টোবর, ২০১৫


ভালুকা, ময়মনসিংহ