যদিও আজ বড্ড ক্লান্ত সমস্ত পাতা জুড়ে ঘুম ঘুম
তবুও এলেম ফিরে আবার, যাবনা এখন।
তার চোখে আমার চোখ না পড়া অবধি আজ অন্তত যাচ্ছিনা বৌদি-
কতক্ষণ তোমার ননদ এড়িয়ে যাবে আমায়, কতবার!
অথচ যাচ্ছে আসছে সবদিকে দেখছে, শুধু দেখছেনা এদিকে-
মনেও কি ভাবছেনা তবে আমাকে?


তোমাদের ফুলের টব আজ হয়ত পানি একটু বেশিই খাচ্ছে
লাল গোলাপটা সাদাটার চেয়েও আরও বড় বেশি শুভ্র
যখন তার কাঁচা আঙুলে পাঁপড়ি গুলো আলতো ছোঁয়া পাচ্ছে।
  
তার নয়নাভিরাম ছোঁয়া চাইনা আমি, স্কার্ফ ছাড়া চুল
চাইনা তার হাতের মুঠের ফুটন্ত ফুলের কলি
শুধু খানিক ক্ষণ দাঁড়িয়ে থাকুক সে আমার চোখের ওপর চোখ রেখে-
তাহলেই আজ আমি চলে যাব বৌদি-
অন্তত আড় চোখে একবার আদান-প্রদান; ব্লু টুথ, শেয়ারইট।


বুধবার
০২ ডিসেম্বর, ২০১৫
১৮ অগ্রহায়ণ, ১৪২২
১৯ সফর, ১৪৩৭


ভালুকা, ময়মনসিংহ