এক সন্ধ্যের তোমার সেই একটা কথা
আজো তাড়া করে আমায় সাড়া বেলা
তারা ভরা রাত ছিলো সখি-সখা,
তোমার ছোঁয়ায় ছিলো বীরের দেখা
তোমার চাওয়া ছিলো আমার পাওয়া
তোমার যাওয়া ছিলো বুক ভরা কান্না
তোমার হাসি ছিলো আমার পাওনা।
একরাতের সেই একটা ভালোবাসা
জাগিয়ে রাখে আমায় সাড়া বেলা
চৈতালি হাওয়ায় দোলায় ফাগুন মেলা
আগুনে আগুনে জমেছিলো যেই খেলা।
সেই রাতের সেই প্রথম একটা ছোঁয়া
লক্ষ কোটি তারা দিয়েও যায়না ভোলা
হীরা মণি মুক্তা দিয়েও কভূ ধোয়া।


রবিবার
১৮ মাঘ, ১৪২২
৩১ জানুয়ারি, ২০১৬
২০ রবিউস সানি


ভালুকা, ময়মনসিংহ