দিনে দিনে তুমি এত এমন হতে যাচ্ছ জান
আমার নিরঙ্কুশ প্রেমে আনতে চাও অনাস্থা
দাঁড় করাতে চাও কলি কালের মন্ত্র-  
ভুলে যেতে চাও তোমার ফেলে আসা দিন।


ভুলে যেতে চাও নদীর ঘাট, কাশ বন, সন্ধ্যে তারা
জোনাকির সাথে হেলেদুলে বকুল মালার বেলা  
তোমার খোঁপার বাঁধন খুলে লুকিয়ে রাখতে আমার ঠোঁট
ফজরের আযান শুনে এক শর্যা থেকে দু'জন আলাদা।  


নক্ষত্র-ক্ষণকে কি করে উপেক্ষা করবে- বল?
সে তোমাকে খোঁচা দেবেই সময়ে অসময়ে  
সারাক্ষন চাঁদের পিঠে থাকলেও তুমি;  
এড়াতে পারবেনা সাগরে ফসকে পড়ার ভয়
সেই সাগরে আমার যে বসবাস।



বুধবার
২১ মাঘ, ১৪২২
০৩ ফেব্রুয়ারি, ২০১৬
২৩ রবিউস সানি, ১৪৩৭


ভালুকা, ময়মনসিংহ