১-
জুতা মূছা রুমাল পরিস্কার করে চোখ মূছা যায় কিন্তু চোখ মূছার পর বাতিল টিস্যু দিয়ে জুতা পরিস্কার করলে চোখকে অবমাননাই হয়।  


২-
টাকার চেয়ে পৃথিবী অনেক ছোট্ট কিন্তু সব সম্পদের বিনিময়েও নিশ্চিত হওয়া যায়না বেহেস্তের একটা কুঠরির।


৩-
বত্স; অপেক্ষা কর; আম গাছ পাও নাই তাতে কি- লেবু গাছ তোমার হাত ছাড়া করে কে!
  


৪-
সত্যের জয় অবশ্যই হয় সেখানে বাধা কোনো ইস্যুই নয়।


৫-
গোপনীয়তা রক্ষা করা ভালো
তবে অতি রক্ষাকারী কখনো কখনো নিজেরই বিপদ ডেকে আনে
এমনকি হতে পারে এই কারনে সে তার দ্বারা গুম খুন।  



মঙ্গলবার
২৭ মাঘ, ১৪২২
০৯ ফেব্রুয়ারি, ২০১৬
২৯ রবিউস সানি, ১৪৩৭


ভালুকা, ময়মনসিংহ