যে যাই বলে বলুক; আমি শুনি নাই
দু’জন দু’জনায় ভালোবেসে ভুল করি নাই
তুমি হয়ত আকাশের চাঁদ পাও নাই,
তবুও মনে কখনো কোনো দুঃখ লও নাই
সুখের বাসরে ভাসতে দেরি কর নাই।


যে যাই বলে বলুক; তুমি মানো নাই
কেউ হার-জিতের কোনো তোয়াক্কা করি নাই
কণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলাতে আপত্তি কর নাই,
দু’জনে- কত দূর্গম পথ দিয়েছি পাড়ি
পথের বিষ কাটাগুলো পথেই পুতেছি।


যে যাই বলে বলুক; কেউ পিছুপা হই নাই
সামনের পথে এগুতে কাল- ক্ষেপন করি নাই
যদিও সফলতা হেরফেরে পূর্ণতা পায় নাই,
তাই বলে কখনো কেউ থেমে থাকি নাই  
পূর্ণিমার চাঁদ ঢেকে রাখার সাধ্য কারো নাই।  



বৃহস্পতিবার
২৮ মাঘ, ১৪২২
১১ ফেব্রুয়ারি, ২০১৬
০১ জমাদিউল আউয়াল


ভালুকা, ময়মনসিংহ