আশা জেগে ভাসাইলা ফাগুন মাসে বানে
ভাবাপিঠা খাইতে বলে আগুন দিলা মনে
ফুল বাগানে ডেকে বন্ধু কাঁটা দিলা বিঁধে
শীতল রুমে বসতে দিয়ে আগ্নেয়গিরি ঢেলে
সোফায় আরো চুতুরা রেখেছিলে লেপে-  
এসির ডিফিউসারে বিলাই সুংসুঙ্গি ছেড়ে
দেহ-মনে অজুত জ্বালা বাস্প না হয়ে পারে!


সোনার তরী ভেসে দিয়ে পুঁজ দিলা জলে
চোরকে ধরার আদেশ দিয়া চোরকে দিলা মেলে
চোরের কথায় সালিস বসে চোরের প্রসাদে
চোরের মতে বিচার চলে- সাধুও ওঠে বসে!
তা- না- হলে গর্দান যাবে বিনা অপরাধে।  
নিরুপায় কালো; কাল-ক্ষণ, অনাদরেই কাঁদে
এতে যে আদেশ দাতারও আয়ু আসছে ঘণে
চোরের হাতেই কতল হবে আদেশ দাতার ঘরে  
সৎ সুযোগে ঠিকই একদিন সাধুর জয় হবে।



শনিবার
০৮ ফাল্গুন, ১৪২২
২০ ফেব্রুয়ারি, ২০১৬
১০ জমাদিউল আউয়াল, ১৪৩৭


ভালুকা, ময়মনসিংহ