বিশ্বাস কর
কোনো অভিযোগ অনুযোগ বিয়োগ নয়
কোনো অনুনয় বিনয় আবেদন প্রার্থণা নয়।
বিশ্বাস কর
আমি তোমায় দুঃখ দিতে আসেনি
দুঃখের মাঝেও যে সুখ থাকে
শুধু সে কথাই বলতে চেয়েছি,
পাপড়ি ঝরে গেলে -
সে ফুল যে অসার শুণ্য দেহ, নিস্প্রাণ
শুধু সে অনুভব টুকুই জানাতে এসেছি
তবুও তোমায় ভালোবেসতে পেরে
নীলাকাশের ধ্রব তারা আমি পেয়েছি।
বিশ্বাস কর
এই আমার শুভ্র নিঃশ্বাসটুকু ছুঁয়ে দেখো
কার- কী কথা বলছে সে অবিরত।