আশা আমার ভাইসা গেলো
বাঁধল বাসা শুণ্যেরই ওপর
খুঁটি ছাড়া ঝুলে রইল  
চাঁদের সাথে হইলোনা কথা,
মাটির সাথে খাঁটি ছিল
ঘাঁটি বাঁধা হইল কই আর।
কচুর পানি শানে খাইল
জানের পানি মান পাইলোনা।
পিতলা ঘুঘু চইলা গেলো
বিদায় বলার সময় দিলোনা,
রঙ্গিলা হাওয়া কৌটায় রইল
তুলিতে ভাসার রূপ সইলোনা।



বুধ বার
২৮ বৈশাখ, ১৪২৩
১১ মে, ২০১৬
সাবান, ১৪৩৭


ভালুকা, ময়মনসিংহ