কত বুলি জানো তুমি
কত রকম ঢং!
কত কুরি দাও বেলি
ঘ্রাণের স্ফুলং।


একলা রাতে জ্যোৎস্না তুমি
জমিন ভরা রং
কাশ বনে সাজাও রুমি
চোখের কোণে চং।


চুল বুলিয়ে ভাসাও তুমি
মনের যত লং
আকাশ পানে তোলো প্রেমি
তোমার কোলে টং।


দুল ধরিয়ে বিলাও তুমি
ভালোবাসার সং
দারুচিনির দেশে ভূমি
রাজা রাণীর গং।  


রবিবার
২২ আষাঢ়, ১৪২৩
১০ জুলাই, ২০১৬
০৪ শাওয়াল, ১৪৩৭


ভালুকা, ময়মনসিংহ