যে যত বড় বৈজ্ঞানিক তার চেয়ে সে বড় বেশি মুর্খ
যদি না থাকে তার ভেতর ঈমান ও সত্য ধর্ম
তার পার্থিব সকল স্বর্ণ সাফল্য পুরাটাই ব্যর্থ
যদি না হয় সে খোদার প্রতি আনুগত্য-কৃতজ্ঞ।

যে যত বড় আলোকিত তার চেয়ে সে বেশি অন্ধ
যদি না থাকে তার ভেতর ধর্মের নুন্যতম গন্ধ,
যে যত বড় সাহিত্যিক তার চেয়ে সে বেশী আহম্মক
যদি বোঝায় তার লেখায় কোনো খোদা বিদ্রূপ।

যে যত বড় প্রকৌশলি তার চেয়ে সে বেশী প্রতিবন্ধী
যদি না থাকে তার কাজে খোদার প্রতি আসক্তি,
যে যত বড় চিকিৎসক তার চেয়ে সে বেশী উজবক
যদি হ্রাস পায় তার সেবায় মানবীয় আবশ্যক।
  
যে যত বড় হিসাব রক্ষক তার চেয়ে সে বেশী দ্যর্থক
যদি না থাকে তার হিসাবে পূর্ণের সাড় সমর্থক,    
যে যত বড় আইনজ্ঞ তার চেয়ে সে বেশি অজ্ঞ
যদি বরখেলাপ তার বিচারে খোদার শাসনতন্ত্র।