সব কথার শেষ কথা এই যদি হয়
তবে খরস্রোতা অথৈ জলে ঝাপ দিতে
আমার আর নেই কোনো সংশয়,  
তবে ঘোর আঁধার রাতে তারাদের সাথে
আমার আর নেই কোনো সংলাপ,
তবে বেলকনি ছাদে একা নিরালায় বসে
সূর্যের সাথে আর নয় আমার বার।


সব কথার শেষ কথা এই যদি হয়
তবে আর মেঘকে বলবোনা সরে যেতে
বজ্রপাতকে বলবোনা থামতে -
তুষার কূয়াশাকে বলবোনা কেটে যেতে
চৈত্রের খাঁখাঁ রোদকে শান্ত হতে -
আর ভাববোনা জগতে আমার কেউ আছে।


সব কথার শেষ কথা এই যদি হয়
তবে তোমার অন্ত-বিরহ দহনে
তাৎক্ষনিক আমি পুড়ে দগ্ধ লয়;
ভরা বর্ষা মৌসুমে আকস্মিক চরে
বহমান নদী যেমন নিঃশ্চিহ্ন হয়ে যায়।



রবিবার
০৪ পৌষ, ১৪২৩
১৮ ডিসেম্বর, ২০১৬
১৭ রবিউল আউয়াল, ১৪৩৮


ভালুকা, ময়মনসিংহ