নিজেকে যতই তুমি রাখো লুকিয়ে
ঠিক খুঁজে বের করবো আমি তোমাকে
রাঙাবো তোমার দু’হাত মেহেদি মেখে
হলুদ পরাবো তোমায় শোরগোল করে
যত্নের টিপটি পরাবো কপাল জুড়ে
হৃদয় দখল করে আছো কত যুগ ধরে।


সোহাগি শিমুল গাদা; বসন্ত বরণ উল্লাসে
নিবিড় ভালোবাসা চার পাশে ঘিরে
কচি পাতা গাছে গাছে আম্র-মুকুল হাসে
টুনটুনি তার ফাকে ডালে ডালে মুখরিত গানে
  
কোয়েলের উড়াল দেখবো দু'জন আদুরি রাতে
কাজল পরাবো তোমার ওই আঁখি জলে
বিরহ-বিষম যেনো কভূ ছুঁতে না পারে,
বেণি বেঁধে দেবো এই কারিগরি হাতে
নিখুঁত বন্ধন যেনো পুনজর্ন্ম- অটুট থাকে।


সোম বার
০১ ফাল্গুন, ১৪২৩
১৩ ফেব্রুয়ারি, ২০১৭


ভালুকা, ময়মনসিংহ