স্বাধীনতা; হে মহান স্বাধীনতা
তুমি লক্ষ লক্ষ আত্নার বিনিময়ে অর্জিত
তুমি মহা সম্মানিত, তুমি মহাত্না
তুমি নও কারো একক সত্বা।


তোমার কাছে উচু নিচ
তোমার কাছে সামন পিছ
তোমার কাছে হাসি কান্না
তোমার কাছে দুঃখ ভালবাসা
তোমার কাছে উর্বর বালুচর
তোমার কাছে পাহাড় মহাসাগর
তোমার কাছে জুই, চামেলি, কচুরিপানা
তোমার কাছে ঘাসফুল, বেলি, হাস্নাহেনা
সব-ই সমান,
তুমি অম্লান।


স্বাধীনতা তুমি রাজার,
স্বাধীনতা তুমি পথের ভিখারির।


স্বাধীনতা;
হে মহান স্বাধীনতা
হে প্রিয় স্বাধীনতা
হে প্রিয় বাংলাদেশ !!!
তুমি আপামোর সকলের
তুমি রাখালের, তুমি ছুতারের
তুমি বস্তির, তুমি দিন মজুরের
তুমি বৃদ্ধের, তুমি যুবকের
তুমি সুলতানের, তুমি মজলুমের।


১৭ অগ্রহায়ণ, ১৪২০
০১ ডিসেম্বর, ২০১৩
২৬ মহররম, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ।