কতদিন হয় ছাদে উঠে দেখা হয়না চাঁদ
আজ উঠলাম অনেকদিন পর তোমার সাথ
তারাগুলো আজ মিটিমিটি হাসে আগের মত
এতদিন যেগুলো আঁধারে ডুবিয়ে ছিলো।


সাতপাঁচ ঝেড়ে পূর্ণ হলো আজ বাকি আধ সাধ
এই নাও কাছেই ফুটেছে গোলাপি গোলাপ
ওই অনতি দূরে নাচছে ফড়িং দোয়েল
মোরব্বা হতে নিজেই ঢাকঢোল পেটাচ্ছে কোয়েল।


দক্ষিণা হাওয়ায় ভেসে আসছে আতপের ঘ্রাণ
খেজুর পাঠালি পিঠালিকে করছে আলিংগন
কাশ বনে ডানা মেলে উড়ছে শিউলি
দরজায় উঁকি দিচ্ছে মায়াবী প্রজাপতি।


কতদিন হয় ঘোরা হয়না একসাথে শ্যামল মাঠ
কতদিন হয় গননা হয়না নদীর ঢেউয়ের দোল
আজ তুমি ভেংগে দিলে কংক্রিটের বাধঁ
আজ মিললো দুজনের এক ঘাটে কাধ।